parbattanews

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ: স্বতন্ত্র প্রার্থির নামে মামলা করলেন আওয়ামী লীগ প্রার্থি

অগ্নিসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শাল বাগান এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের শালবন এলাকায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মো. শানে আলমের নির্বাচনী অফিসে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামীলীগের মেয়র প্রার্থী।

শালবন এলাকাবাসীরা জানান, রাতে কে বা কারা আগুন দিয়ে চলে গেছে তা জানা যায়নি। তবে পরে কয়েজন এলাকাবাসী খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে তা না হলে পুরো এলাকাটা আগুনে পুড়ে যেতো।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূঁইয়া শালবনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পুলিশ ওই এলাকায় গিয়ে আগুন লাগার বিষয়টি তদন্ত করছে। তবে কে বা কার আগুন লাগিছেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ ।

এদিকে গতকাল খাগড়াছড়ি পৌরসভার কুমিল্লাটিলা এলাকায় নৌকা প্রতীকের কর্মি সমর্থকরা প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম (মোবাইল ফোন) মার্কার কর্মী সমর্থরা তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করে গতকাল সংবাদ সম্মেলনের পর শুক্রবার আওয়ামী প্রার্থী মো. শানে আলম বাদী হয়ে, স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলম (মোবাইল মার্কাকে) প্রধান আসামি করে ২০ জনের নাম উল্লেখ্যসহ ৬০-৭০ জনকে আসামী করে সদর থানায় এটি মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূইয়া এই প্রতিবেদককে জানান কুমিল্লাটিলা এলাকায় নৌকা প্রতীকের কর্মি সমর্থকরা প্রচারণায় গেলে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম (মোবাইল) মার্কার কর্মি সমর্থরা তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মো. শানে আলম নিজে বাদি হয়ে মামলাটি করেছেন খাগড়াছড়ি সদর থানার মামলা নং- ০৪/ ২৫-১২-২০১৫ইং

Exit mobile version