parbattanews

খাগড়াছড়িতে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের  নেতা-কর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে শহরের আদালত এলাকা ঘুরে দলীয় কার্যালয়ে এসে হরতাল ও সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদর আওয়ামী লীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজম প্রমুখ। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেনসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত চক্রের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী চক্র দেশের কয়েকটি স্থানে তাণ্ডবলীলা চালানোর পর উল্টো তারাই হরতাল ডেকেছে। এই হরতাল দেশের সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এদিকে হেফাজতের ডাকা হরতালে খাগড়াছড়ির জনজীবনে কোন প্রভাব পড়েনি। সব কিছুই স্বাভাবিকভাবে চলছে।

Exit mobile version