parbattanews

খাগড়াছড়িতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাগড়াছড়িতে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ অক্টোবর) সকালে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, সরকার দেশের উন্নয়নে প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়তে চাই। সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও বেসরকারি সংস্থা প্রবীণদের কল্যাণে এগিয়ে আসলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

Exit mobile version