parbattanews

খাগড়াছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা সহ স্থানীয় সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

“স্বাক্ষরতা অর্জন করি,  ডিজিটাল বিশ্বগড়ি” এ প্রতিপাদ্য রেখে শোভাযাত্রা শেষে জেলা অফিসার্স ক্লাবের হল রুমে আলোচনা সভা করা হয়।খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।
এসময় অারো বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার এম সালাহউদ্দিন আহম্মদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার রইস উদ্দিন, সদর  উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।

এদিকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।

সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের শতভাগ মানুষকে সম্পদে পরিণত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতা মুক্ত সোনার বাংলা গড়তে গণমাধ্যমের সহায়তা কামনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

এর আগে ‘স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ এ শ্লোগানে মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

বর্ণাঢ্য এ র‌্যালিতে উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Exit mobile version