parbattanews

খাগড়াছড়িতে আ’লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে শহরের কদমতলীস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দল থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মনির খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল আজম ও এড. সুপাল চাকমাসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন দলীয় সমর্থন চেয়ে চেয়ারম্যান হিসেবে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক ছাত্রনেতা বিশ্বজিত রায় দাশ, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক বিউটি রাণী ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা এবং ভাইস চেয়ারম্যান পদে রুথন চৌধুরী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) দলীয় মনোনয়নপত্র বিক্রি এবং শনিবার ২৬ জানুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে জানান, আগামী ২৯ জানুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়নপত্র সংগ্রহকারীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।

Exit mobile version