parbattanews

খাগড়াছড়িতে আ’লীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে অবরোধ সমর্থকদের হামলায় আ’লীগ নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা সদরের কদমতলীস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা শাপলা চত্বরের দিকে যেতে চাইলে ভাঙ্গাব্রীজ এলাকায় পুলিশ বাধা দেয়।

পুলিশের বাধা উপেক্ষা করে শাপলা অভিমুখে যেতে চাইলে মাস্টারপাড়া মুখ এলাকায় পুলিশ দ্বিতীয় ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের ঘুরিয়ে দেয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিল জেলা যুবলীগের সহ সভাপতি মেহেদী হাসান হেলাল ও জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা।

বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব জানান, চেঙ্গী স্কোয়ার এলাকায় মেয়র রফিকুল আলমের উস্কানীতে ও নেতৃত্বে তার ক্যাডার বাহিনী পানছড়ি আ’লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ওপর হামলা চালায়।

মহালছড়ি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল জানান, আওয়ামী লীগের কর্মসূচিতে যোগদান করতে আসার পথে জিরো মাইল এলাকায় মেয়র রফিকুল আলমের উপস্থিতিতে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

Exit mobile version