parbattanews

খাগড়াছড়িতে আষাঢ়ি পূর্নিমা পালনের মধ্যে দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শুরু

গুইমারা প্রতিনিধি:

আষাঢ়ি পূর্নিমা পালনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় খাগড়াছড়ি ধর্মপুর আর্য বনবিহার, ভাইবোনছড়া মধ্যম প্রদিপদা অরণ্য কুঠির, অগ্রমৈত্রী বির্দশন ভাবনা কেন্দ্রসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান, ভিক্ষুদের পিণ্ড দান ও ভিক্ষুদের বর্ষাবাসের জন্য চীবর দান করেন বৌদ্ধ ধর্মালম্বী নর নারীরা।

এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশ বাতি প্রদীপ (ফানুস) উড়ানো হবে। আষাড়ি পূর্নিমা থেকে প্রবারনা পূর্নিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষু বর্ষাবাস পালন করে থাকেন বৌদ্ধ ভিক্ষুরা। তারা অধিস্থান করেন এ তিন মাস তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোন বৌদ্ধ বিহারে রাত্রি যাপন করবেন না। বাইরে কোথাও গেলে বিকেলে অবশ্যই তাকে নিজ বিহারে ফিরে আসতে হবে।

এই তিন মাস বর্ষাবাস শেষে প্রবারনা পূর্নিমা পালনের পর শুরু হয় বৌদ্ধ ধর্মালম্বীদের এক মাসব্যাপী কঠিন চীবর দানোৎব। এটি বৌদ্ধ ধর্মালম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব।

Exit mobile version