parbattanews

খাগড়াছড়িতে আড়াইশ রোগীকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি ) খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. এমদাদুল হক। রোগীদের চিকিৎসা সেবা দেন খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উম্মে হালিমা, বিজিবির স্বাস্থ্য সহকারী মো. মঞ্জুরুল আলম।

এসময় বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানিয়েছে, চিকিৎসা সেবা ক্যাম্পে ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

শোক দিবসে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি স্থানীয়রা । তারা এ উদ্যোগের জন্য বিজিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Exit mobile version