খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উদ্যোগে ত্রাণ বিতরণ

fec-image

খাগড়াছড়ি জেলা সদরের তেতুলতলা এলাকায় অসহায়, দরিদ্র ও কর্মহীন ১৩২ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

বৃহস্পতিবার বিকালে ত্রাণ বিতরণকালে তেঁতুলতলা এলাকার কার্বারী ক্যাজ মারমা, এমএন লারমা সমর্থিত পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএ) এর সদর থানা কমিটির সদস্য সুনীল চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উাপস্থিত ছিলেন।

এ সময় হত-দরিদ্র মানুষের হাতে ১০ কেজি চাল, ১ কেজি লবণ, সয়াবিন তেল আধা কেজি ও একটি ডেটল সাবান তুলে দেওয়া দেওয়া হয়।

ইউপিডিএফ গণতান্ত্রিক’র কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা বলেন, মহামারি করোনা ভাইরাসের প্রভাবে দূর্গত এলাকার কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব। সে দায়িত্ববোধ থেকে পার্টির অর্থায়নে সামান্য হলেও অসহায়দের হাতে ত্রাণ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সকল বিত্তবানদের দল-মত, জাতি-ধর্ম ভুলে একে অপরের পাশে থেকে গরীব অসহায়, কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়িতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন