parbattanews

খাগড়াছড়িতে ইকোসেক প্রকল্পের সমন্বয় সভার উদ্বোধন

Khagrachari Pic 04 (3) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি

আর্তমানবতার সেবার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ইকোসেক প্রকল্প নামে কার্যক্রম পরিচালনা করে চলেছে। ওই প্রকল্পের কার্যক্রমের ওপর তিন পার্বত্য চট্টগ্রামের সুবিধাভোগী ও সংশ্লিষ্টদের নিয়ে খাগড়াছড়িতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা শহরের গাইরিং কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী সমন্বয় সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন মজুমদার। সমন্বয় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সাধারণ সম্পাদক মো. শানে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কমিউনিটি উন্নয়ন বিভাগের পরিচালক এমএ হালিম, ইন্টারন্যাশনাল কমিউনিটি অব দ্যা রেড ক্রস’র ইকোসেক প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো. মাহফুজ হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক মো. বখতিয়ার উদ্দিন, খাগড়াছড়ি জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য মো. আবুল কাসেম, ধীমান খীসা, জসিম উদ্দিন ও মো. ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় রাঙামাটি ও বান্দরবান থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা ও ইকোসেক প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছেন। সোমবার খাগড়াছড়ি জেলা ইউনিটের পরিচালিত ইকোসেক প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে সভায় অংশগ্রহণকারীদের।

Exit mobile version