parbattanews

খাগড়াছড়িতে ইত্তেফাক পত্রিকায় আগুন দিয়েছে ইউপিডিএফ

প্রেস বিজ্ঞপ্তি: ইউপিডিএফের বিরুদ্ধে সংবাদ ছাপায় খাগড়াছড়িতে ইত্তেফাক পত্রিকায় সংগঠনটির নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার পাঠানো বিবৃতিতে আরও বলা হয়েছে, (২৩ অক্টোবর ২০১৭)  দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়ায় চাঁদাবাজি’ শিরোনামে ছাপানো সংবাদের প্রতিবাদে বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভর বাজারে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ইত্তেফাক পত্রিকায় আগুন দেয়া হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা।

সমাবেশে বক্তারা বলেন, আজ ২৩ অক্টোবর সোমবার দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেষ পৃষ্ঠা ও দ্বিতীয় পৃষ্ঠায় ‘পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর বেপরোয়ায় চাঁদাবাজি’ শিরোনাম দিয়ে আবুল খায়ের নামে এক জৈনক সাংবাদিকের নামে প্রকাশিত খবরটি মিথ্যাচার, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট। উক্ত সংবাদ প্রচলিত হলুদ সাংবাদিকতাকেও হার মানিয়েছে। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার বঞ্চিত জনগণের প্রাণের সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে যতই ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হোক না কেন ষড়যন্ত্রকারীরা কোনদিন সফল হবে না। পার্বত্য চট্টগ্রামের আপামর মুক্তিকামী জনতা তা প্রতিহত করবেই!

Exit mobile version