খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহা শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন। খাগড়াছড়ি জেলা সদরে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে।

একই সময় পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, পূর্ব ইসলামপুর জামে মসজিদ, ১নং কদমতলী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সোয়া ৮টায় কুমিল­াটিলা জামে মসজিদ, সিঙ্গিনালা জামে মসজিদ, মোহাম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ, উত্তর গঞ্জপাড়া জামে মসজিদ, শালবাগান কবরস্থান রহমানিয়া জামে মসজিদ।

সকাল সাড়ে ৮টায় নতুন পুলিশ লাইন জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, বায়তুন জামে মসজিদ, কুমিল­াটিলা আমবাগান জামে মসজিদ, শালবাগান জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ, গারাঙ্গীয়া জামে মসজিদ, দক্ষিণ গঞ্জপাড়া জামে মসজিদ, গাউছিয়া তৈয়াবিয়া সুন্নিয়া জামে মসজিদ, গোলপাড়া জামে মসজিদ, সদর উপজেলা জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

নির্দিষ্ট স্থানে কোরবানীর পশু জবাইয়ের অনুরোধ:
কোরবানীর পশু জবাইয়ের পর দ্রুত বর্জ্য অপসারণের সুবিধার্থে পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুরোধ করেছেন খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ। খাগড়াছড়ি পৌরসভার ৯ ওয়ার্ডের ৭৬ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে জানিয়ে তা ব্যবহার করে পশু জবাইয়ের অনুরোধ জানানো হয়েছে

খাগড়াছড়ি জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা:
খাগড়াছড়ি জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর মর্যাদার ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমদ খান পৃথকভাবে জেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন