parbattanews

খাগড়াছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে তৎপর প্রার্থীরা 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে শাসক দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে শাসক দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছে। জেলা থেকে চূড়ান্ত তালিকা প্রেরণ করলেও এখনি চূড়ান্ত হচ্ছে না খাগড়াছড়ি জেলায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নাম।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ খাগড়াছড়ির ৮টি উপজেলা পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তৃণমুলের মতামতের ভিত্তিতে কেন্দ্রে তালিকা পাঠালেও কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফলে ঝুলে রয়েছে খাগড়াছড়ির মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য।  এখনি বলা যাচ্ছে না, খাগড়াছড়ির ৮টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে কারা পাচ্ছে দলীয় মনোনয়ন। খাগড়াছড়ির তিন পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এখন সবাই ঢাকায় অবস্থান করে দেন-দরবারে ব্যস্ত সময় পার করছেন।

দলীয় সূত্র জানায়, তৃণমুলের ভোটে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে সাবেক উপজেলা চেয়ারম্যান পদে মো. শানে আলম, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, দীঘিনালায় চেয়ারম্যান পদে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম, ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, মহালছড়িতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ক্যজাই মারমা, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নেউক্রা মারমা,পানছড়িতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজয় দেব, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. শাহজাহান কবির সাজু, মহিলা ভাইস চেয়ারম্যান মিলন বিবি, মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম।

মানিকছড়িতে চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান উদ্রসাই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আফরিন লাকী, লক্ষীছড়িতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. নুরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং রামগড়ে চেয়ারম্যান পদে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান পদে কাজী মো. জিয়াউল হক শিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আহসান নীলাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, কেন্দ্রীয়ভাবে তৃণমূলের নির্বাচিতদের বাইরেও মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে পারবেন সিদ্ধান্তের পর অনেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কারণে অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি আরও জানান, খাগড়াছড়ির অনুষ্ঠিতব্য ৮টি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত হতে আগামী রবিবার পর্যন্ত লাগতে পারে।

এ দিকে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণে শাসক দলে নানা হিসেব-নিকেশ।  বসে নেই পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক  সংগঠন ইউপিডিএফ(প্রসীত) গ্রুপও। সংগঠনটি এ ক্ষেত্রে কৌশলের আশ্রয় নিচ্ছে।

গত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৯টি উপজেলা পরিষদে আওয়ামী লীগ মাত্র একটি উপজেলা পরিষদে নির্বাচিত হন। বিএনপি জিতেন দুটি-তে। তিনটি উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। ৫টি উপজেলা পরিষদের   পাহাড়ে আলোচিত আঞ্চলিক রাজনৈতিক  সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন  আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও একটি জেএসএস(এমএন) সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হন।

Exit mobile version