parbattanews

খাগড়াছড়িতে উল্টোরথের মধ্যদিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি ইস্কন শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, খাগড়াপুর জগন্নাথ মন্দির ও বিভিন্ন মন্দিরের আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণী উল্টো রথ মহোৎসবের মধ্যদিয়ে শেষ হয়েছে ৯ দিনব্যাপী রথযাত্রা মহোউৎসব।

বুধবার (২৮ জুন) বিকালের দিকে ইস্কন শ্রী শ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, খাগড়াপুর হাদুক পাড়া জগন্নাথ মন্দির ও জেলা সদরের বিভিন্ন মন্দির থেকে বর্ণাঢ্য সমাপনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে যার যার মন্দিরে রথ নিয়ে যায়।

অন্যদিকে খাগড়াপুর হাদুক পাড়া লক্ষী নারায়ন মন্দিরের উদ্যোগেও এ উল্টোরথের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর পুলিশ লাইনস্থ জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এতে হাজার হাজার সনাতন ধর্মপ্রাণ নারী-পুরুষ, বৃদ্ধ-বনিতারাও অংশ নেন। এছাড়া শত শত ইসকন ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন।

Exit mobile version