parbattanews

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করছেন হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা। সোমবার (২২ জানুয়ারি) ভোর থেকে জেলার বিভিন্ন মন্দির ও অস্থায়ী মণ্ডপে মণ্ডপে ফুল ও ফল দিয়ে দেবী সরস্বতীর আরাধনায় পূজা দেয়া হয়।

সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী হওয়ায় মণ্ডপে মণ্ডপে তরুণ-তরুণীদের উপস্থিতি লক্ষণীয়। পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীরা হিন্দু ধর্ম পালন করায় দূর পাহাড়ের গ্রামগুলোতেও চলছে সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেবী সরস্বতীর পূজা চলছে। পাঠ্যপুস্তকসহ বিভিন্ন বই দেবীর চরণে রেখে আর্শীবাদ নিচ্ছে শিক্ষার্থীরা।

সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

Exit mobile version