parbattanews

খাগড়াছড়িতে এজেন্টদের মারধর ও ব্যালট জোর পূর্বক সিল মারা অভিযোগ বিএনপির

ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি জেলার ৭টি ইউনিয়নের ১৫টি কেন্দ্র এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের ও ব্যালট পেপারে জোর পূর্বক সিল মার অভিযোগ করে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সংবাদমাধ্যকে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে। যে সকল কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেয়া অভিযোগ করছে তা হলো, মহালছড়ি ইউপি‘র মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আবাসিক প্রাথমিক বিদ্যালয় এবং চৌংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র।

মাইসছড়ি ইউপি‘র মানিকছড়ি ০৩নং জয়সেন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লেমুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে এজেন্টদের জোর করে বের করে দেয় বলে তারা জানায়।

তবলছড়ি ইউপি‘র বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আচালং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে তাদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে।

রামগড় ইউপি‘র হাতিরখেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাতাছড়া নিউতাই চাকমা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রেও একই অবস্থা।

১নং ছোট মেরুং ইউপি‘র ছোট মেরুং উচ্চ বিদ্যালয়, আরএ রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ রেংকইজ্জ্যা জব্বার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করে তারা।

Exit mobile version