parbattanews

খাগড়াছড়িতে এসএসসি ৭৮ ব্যাচের পুনর্মিলনী

পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, সেই চোখে দেখা প্রাণের কথা,সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখে দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়। যেন হৃদয়ে হৃদয়ে নীরবে বেজেছে কবি গুরু রবীন্দ্রনাথের গানের এই কথাগুলো। পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে। একে অপরকে দীর্ঘ ৪৪ বছর পর কাছে পেয়ে আবেগে আপ্লুত ও আনন্দের আত্মহারা সকলেই।

এদিন “এসো বন্ধু এসএসসি’৭৮ ব্যাচ, ধরো হাত জয় করো ক্লেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এসএসসি’৭৮ (১৯৭৮) ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি পর্যটন মোটেল প্রাঙ্গণ থেকে পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ফুলকলি স্মৃতিস্তম্ভের প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. আশুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনীর শুভ উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা,  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগের উপ-মহাব্যস্থাপক দীনময় রোয়াজাসহ ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের শত শত বন্ধুরা।

Exit mobile version