parbattanews

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির চব্বিশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির চব্বিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পরিষদের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ বশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাইদ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পরিষদ সদস্য আব্দুল জব্বার, প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজমসহ জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগীয় প্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২রা ডিসেম্বর কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মসূচীর মধ্যে রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা, আলোচনা সভা, মাস্ক বিতরণ, রোড শো, ব্যানার-ফেস্টুন-ডিজিটাল ডিসপ্লে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চুক্তি পরবর্তী খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়ন বিষয়ক প্রচার-প্রচারণা, স্ব স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও ফানুস ওড়ানো।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১০ ফ্রেরুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রধানমন্ত্রীর হাতে গেরিলা নেতা সন্তু লারমার অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে

Exit mobile version