parbattanews

খাগড়াছড়িতে কমলছড়ি ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

1 pic copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠান রোববার দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সনাক, টিআইবি ও ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্মুক্ত বাজেটে সচিব দিব্য জ্যোতি চাকমা আগামী অর্থ বছরের ৪৬লাক্ষ ৭৪ হাজার ৩শত টাকার বাজেট ঘোষণা করেন। গ্রাম পর্যায়ে এ উন্মুক্ত বাজেটে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সনাকের অন্যতম সদস্য খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান।

কমলছড়ি ইউপি’র বিদায়ী চেয়ারম্যান সুপন খীসার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ’র মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, সনাকের সহ-সভাপতি সাংবাদিক মো. জহুরুল আলম, নব নির্বাচিত চেয়ারম্যান সাউপ্রু মারমা ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম। বাজেট অনুষ্ঠানে এলাকাবাসী অতিথিদের সরাসরি প্রশ্ন করেন।

Exit mobile version