parbattanews

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(এপ্রিল) বেলা ১১টার দিকে সবুজবাগে বাঙালি ছাত্রাবাসের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেন টিটু।

সভায় স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এ শ্লোগান নিয়ে সামাজিক অপরাধ নির্মূল করতে সাধারণ জনতাদের নিয়ে সারা দেশব্যপী গঠন করা হয়েছে কমিউনিটি পুলিশ। কিন্তু কিছু ক্ষেত্রে সামাজিক অপরাধ মাদকসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে গেলে হেনস্থা হতে হয় বলে অভিযোগ করেন কমিউনিটি পুলিশের সদস্যরা।

কমিউনিটি পুলিশকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু। তিনি বলেন সামাজিক অপরাধ নির্মূল করতে সকলকে আরও সচেষ্ট হতে হবে আন্তরিকতা ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে।  অপরাধ নির্মূল হলেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ।

Exit mobile version