parbattanews

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি-এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

পুলিশ সুপার মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন ভট্টাচার্য, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃনা চাকমা, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশীদ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার ওয়ার্ড কাউন্সিল ও প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ ও খাগড়াছড়ি জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা, এলাকায় সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষাসহ সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য ববিবাহ প্রতিরোধ, মাদকের কালো থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশসহ সকলের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিলিং-এ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সার্টিফিকেট ও ক্রেস দেওয়া হয়।

Exit mobile version