parbattanews

খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ঢেউ, নতুন ৪ জন আক্রান্ত

খাগড়াছড়িতেও করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে। প্রায় এক সপ্তাহের পর নতুন করে চারজন আক্রান্ত হয়েছে। বুধবার বিকালে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিয়ে খাগড়াছড়িতে ৭শ ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ৭শ ১০ জন। এ পর্যন্ত ৪ হাজার ৪শ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে প্রশাসনের সাঁড়াশি অভিযান চলছে। নির্বাহী ম্যাজিস্টেটদের নেতৃত্বে জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় চলছে মাস্ক বিহীন ব্যক্তিদের অর্থদণ্ড।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. সাজ্জাদ হোসেন বলেন, ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় ১৩শ ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না প্রশাসন। আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, জনসচেনতা বাড়াতে জেলা ও উপজেলা গুলোতে প্রচার-প্রচারণা চলছে।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়ে বলেন, সচেতন না যে কেউ আক্রান্ত হতে পারে।

Exit mobile version