parbattanews

খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ৬৪ দশমিক ৭০ শতাংশ

খাগড়াছড়িতে করোনা একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখা দাঁড়ালো ৪১ জনে। একই সাথে গত ২৪ ঘন্টায় ৬৮ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৪৪ জন করোনা শনাক্ত হয়েছে।শনাক্তের হার ৬৪ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ২শ ৩৬।

খাগড়াছড়ির ডেপুটি সার্জন ডাক্তার মিল্টন চাকমা এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা প্রজেটিভ ঐ ব্যক্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি মারা যান।

এ দিকে খাগড়াছড়িতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়লেও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। সবাই চলছে নিজের খেয়াল-খুশিমত।পড়ছে না কেউই মাস্ক। হাট-বাজার গুলো হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম আগের মতই চলছে। সে সাথে থেমে নেই পর্যটকদের আগমনও। এ পরিস্থিতিতে খাগড়াছড়িতে প্রাণঘাতি করোনাভাইরাস বিস্তার রোধ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

খাগড়াছড়ির ডেপুটি সার্জন ডাক্তার মিল্টন চাকমা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেছেন, খাগড়াছড়িতে করোনা সংক্রমণের হার আশংকাজনক।এভাবে বাড়তে থাকলে সামাল দেওয়া কঠিন হবে। তিনি বলেন শুধু টিকা গ্রহণ করলে করোনা মুক্ত ভাববার কোন কারণ নেই।

Exit mobile version