parbattanews

খাগড়াছড়িতে করোনায় নতুন শনাক্ত ১০

খাগড়াছড়িতে হঠাৎ করে বেড়েছে করোনার প্রকোপ। গত দুই দিনে জেলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ৪১ জনের নমুনা পরিক্ষায় আক্রান্ত হয়েছে ৮ জন। এর মধ্যে জেলা সদরে ৫জন এবং রামগড়ে ৩জন।

মাঝখানে নিয়ন্ত্রণে থাকলেও ফের বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। তবে স্বাস্থ্য বিভাগ আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছেন।

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় ৬ হাজার ৭শ ২০ জন করোনা পরিক্ষা করেছেন। এরমধ্যে আক্রান্ত হয়েছেন মোট ৯৩১ জন। ইতিমধ্যে ৮০৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৯ শতাংশ। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপূর কান্তি দাশ বলেন, মাঝখানে কম থাকলেও নতুন করে করোনায় শনাক্ত বেড়েছে। সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া কোন উপায় নেই।

Exit mobile version