parbattanews

খাগড়াছড়িতে করোনা আক্রান্তের হার ১৪ শতাংশ

প্রতীকী ছবি

খাগড়াছড়িতে করোনা আক্রান্তে হার ক্রমেই বাড়ছে। মাত্র ২৪ ঘন্টায় সংক্রমের হার বেড়ে প্রায় ১৪ শতাংশ দাঁড়িয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, গত ২৪ ঘন্টায় ২৮ জন করোনা পরীক্ষা করালে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

এ নিয়ে চলতি মাসে জেলায় মোট ৭শ’ ৬৭ জন করোনা পরীক্ষা করে ৮১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ১০ দশমিক ৬ শতাংশ। এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৭ হাজার ১০৪ জন করোনা পরীক্ষা করেছেন। তার মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা ধরা পড়ে। যার সংক্রমণের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

বর্তমানে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৯ জন করোনা আক্রান্ত এবং ১০ জনের শরীরে উপসর্গ রয়েছে।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, যদি কারও জ্বর, কাশি থাকে তাহলে অবশ্যই করোনা পরীক্ষা করাবেন। তিনি মাস্ক পরিধানের পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে অনুরোধ জানান।

Exit mobile version