parbattanews

খাগড়াছড়িতে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ও উপসর্গে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে করোনায় মারা গেছেন ১৭ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে ৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৯ জন। সুষ্ঠু হয়েছেন ১ হাজার ১শ ৫৮ জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস জানান, চলতি মাসে (২৮ জুলাই) পর্যন্ত জেলায় এক হাজার ৩শ ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯শ ৮৯ জনের শরীরে করোনা পজিটিভ।

তিনি করোনার লক্ষন যেমন- জ্বর, হাঁচি-কাশি থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করানোর জন্য অনুরোধ জানিয়েছে। তিনি সবাইকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রত্যন্ত এলাকায় খবর নিয়ে জানা গেছে, প্রায় প্রতিটি ঘরে করোনা উপসর্গের রোগী রয়েছে। কিন্তু নানা সীমাবদ্ধতায় অনেকে নমুনা দিতে আসছেন না।

Exit mobile version