খাগড়াছড়িতে কর্মহীন মানুষের জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ

fec-image

পবিত্র রমজান উপলক্ষে এবং কোভিড-১৯ এর সংক্রমন রোধে চলমান বিধি-নিষেধের কারণে কর্মহীন হওয়া ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে বিতরণের জন্য জেলায় আড়াই কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার তিন লাখ ৩১ হাজার ৬৭ ভিজিএফ কার্ডের বিপরীতে দেড় কোটি ও সাধারণ ত্রানের বিপরীতে এক কোটিসহ এ অর্থ বরাদ্দ করা হয়েছে।

খাগগাছড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ ত্রাণ বাবদ প্রতি ইউনিয়নের জন্য দুই লাখ ৫০ হাজার টাকা, খাগড়াছড়ি সদর পৌরসভার জন্য দুই লাখ টাকা, মাটিরাঙা ও রামগড় পৌরসভার জন্য দেড় লাখ টাকা করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা উপ-বরাদ্দ দেয়া হলো। জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর মেয়রদের বিধি বিধান মেনে দ্রুত গরীব ও দুস্থদের মাঝে এই অর্থ বিতরণ করার জন্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস অনুরোধ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন