parbattanews

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী খুনিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

Khagrachari Pic 01 copy

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই কলেজের শতশত ছাত্রছাত্রী।

রবিবার সকালে বিক্ষোভটি কলেজ থেকে বের হয়ে শহরের মহাজন পাড়া এলাকায় প্রায় আধা ঘন্টা অবরোধ করে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বক্তব্য রাখেন উৎপল ত্রিপুরা, চাইথোয়াই মারমা, লুচাচিং মারমা, রিটন তালুকদার ও নিয়ং মারমা।

সমাবেশে বক্তারা দীর্ঘ পাঁচ দিনেও মামলার কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচি ঘোষনার হুঁশিয়ার উচ্চারণ করেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় কলেজ ছাত্রী ইতি চাকমা। তাকে ধারালো দা দিয়ে গলা কেটে  হত্যা করা হয়। ভগ্নিপতির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা। এখানে ভগ্নিপতির বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতো।

এ ঘটনায় ইতি চাকমার বড় বোন জোনাকি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা দায়ের করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।  এ ঘটনায়  জড়িত  সন্দেহে ভগ্নিপতির বন্ধু গণতোষ চাকমাকে আটক করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Exit mobile version