parbattanews

খাগড়াছড়িতে কৃষকদের মাঝে ১২ হাজার ফলজ চারা বিতরণ

DSC_0168

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে আম্রপালি আমের বাম্পার ফলন হয়েছে, ফরমালিন মুক্ত আম পাওয়া যাচ্ছে খাগড়াছড়িতে। এটি খাগড়াছড়ি জেলার জন্য খুবই গর্বের বিষয়। আম্রপালি আমের বাগান সৃজন করে আত্নকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ জেলা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। সাধারণ কৃষকদের আম ও লিচু চাষে উদ্ধুদ্ধকরণের সরকারী পৃষ্ঠপোষকতা ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। তবে কোন কৃষক যেন ফরমালিন ব্যবহার করতে না পারে তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শনিবার সকালে জেলা সদরের গুগড়াছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ১২০জন কৃষকের মাঝে ১২ হাজার লিচু ও আমের চারা বিতরণকালে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা এসব কথা বলেন।

গুগড়াছড়ি কৃষক কল্যান সংঘের উদ্যোগে জেলা পরিষদের সদস্য সাহাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যুগলপদ দে, সদর ইউনিয়ন চেয়ারম্যান মংরে মারমা, গুগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাপ্রু মারমা সহ কৃষকের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাবু মারমা, মিলকি মারমা প্রমূখ।

Exit mobile version