খাগড়াছড়িতে কৃষি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা, কমছে আবাদি জমি

fec-image

খাগড়াছড়িতে প্রতিদিনই নির্বিচারে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালীরা। বেশির ভাগ কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। কৃষি জমির টপসয়েল কেটে নেওয়ায় কমছে আবাদি জমির পরিমাণ। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি জমির টপসয়েল কাটা বন্ধের দাবি জানিয়েছে কৃষিবিদেরা।

ভূ-প্রাকৃতিক গঠনের কারণে খাগড়াছড়িতে কৃষি জমির পরিমাণ কম। অথচ মরণাযন্ত্র দিয়ে প্রতিদিন কৃষি জমির টপসয়েল উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। ফলে কমছে আবাদি জমির পরিমাণ। কৃষি জমির টপসয়েল কর্তনের মূল ইন্ধনদাতা হল ইটভাটা মালিকেরা। কৃষকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৃষি জমির উপরিভাগ কাটছে ভাটা মালিকরা। কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন-২০১৩ অনুযায়ী ‘কৃষি জমি কৃষিকাজ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। আইন অমান্য করে জেলার বিভিন্ন উপজেলায় ভাটাগুলো ইট প্রস্তুত করতে কৃষি জমির টপসয়েল ব্যবহার করেছে। এক শ্রেণির দালাল টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করে। কৃষি জমির টপসয়েল মূলত ইটভাটায় নেয়া হয়।

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, টপসয়েল কাটায় অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রতি ইঞ্চি টপসয়েল তৈরি হতে সময় লাগে শত শত বছর। টপসয়েল কাটা বন্ধে সচেতনতা দরকার। এমনিতেই পার্বত্য এলাকায় টপসয়েলের পরিমাণ কম। প্রাকৃতিকভাবে কৃষি জমিতে প্রতি ইঞ্চি টপসয়েল তৈরি হতে সময় লাগে শত শত বছর। ইটভাটাসহ বিভিন্ন কাজে কৃষি জমির টপসয়েল ব্যবহার করার কারণে কৃষিতে অপূরণীয় ক্ষতি হচ্ছে। কৃষি জমি বিবর্ণ হয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে ৪৫টি ইটের ভাটায় ইট তৈরিতে কৃষি জমির টপসয়েল ব্যবহার করা হয় ।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, জেলার মাটিরাঙা ও রামগড়ে টপসয়েল কাটার দায়ে একাধিক ভাটা মালিককে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে জানিয়েছে জেলা প্রশাসন বলছেন, টপসয়েল কাটা বন্ধে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শুধু ঘোষণা নয়, ভাটায় ইট তৈরিতে কৃষি জমির টপসয়েল ব্যবহার করা কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি সংশ্লিষ্টদের ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন