parbattanews

খাগড়াছড়িতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

khagrachari agricalture 15stal mala pic1, 05-06-2016

খাগড়াছড়ি প্রতিনিধি :
‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানে ২০১৫-১৬ অর্থ বছরে পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন(২য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খাগড়াছড়িতে প্রযুক্তি মেলা উদ্ধোধন হয়েছে।

রোববার বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট মাঠ প্রাঙ্গণে পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক একেএম হারুন-অর-রশিদ সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সালাহউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, বিএআরআই পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনোরঞ্জন ধর, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তরুন ভট্টাচার্য্য।

কৃষি কর্মকর্তা রেটিনা চাকমার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন’র সভাপতি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া প্রমূখ।

পরে ১৫টি বিভিন্ন কৃষিজাত পণ্য প্রদর্শনী স্টলে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পরিদর্শন করেন।

Exit mobile version