parbattanews

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্থদের পাশে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান: ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

05.04

সিনিয়র রিপোর্টার:

দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোতিায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকে সস্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে না থেকে সমাজের বিত্তশালীদের প্রথম সহযোগিতায় হাত বাড়াতে হবে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গায় সাম্প্রতিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রদান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।

তিনি সাম্প্রতিক ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এ সাহায্য খুবই নগন্য। তবুও সরকারের পক্ষে আমরা আপনাদের দিকে সহযোগিতার হাত প্রসারিত করেছি। যেকোন সময়ই আমরা সরকারের পক্ষে আপনাদের পাশেই থাকবো।

প্রসঙ্গত, গেল ২৮ মার্চ প্রচ- ঘুর্ণিঝড়ে মাটিরাঙ্গার সাত ইউনিয়নের ২‘শ ৫২টি পরিবার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

Exit mobile version