parbattanews

খাগড়াছড়িতে আসামী ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় তিন পুলিশ আহত

abd724

স্টাফ রিপোর্টার:

আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর এলাকায়  শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা, কনস্টেবল আরিফ ও মিনহাজুল। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার সঞ্জিব ত্রিপুরা জানান, আহতদের মধ্যে এসআই মির্জার অবস্থা গুরুতর। তার মাথা ফেটে গেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস উদ্দিন ভূঁইয়া জানান, রাতে এসআই মির্জার নেতৃত্বে পুলিশের একটি দল ইসলামপুর এলাকায় আসামি ধরতে যায়। এসময় অর্ধ শতাধিক গ্রামবাসী লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হন। পরে অবশ্য সুমন ও সোহেল নামে দু’জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Exit mobile version