parbattanews

খাগড়াছড়িতে গ্রীনভ্যালী ট্যুরিজমের যাত্রা শুরু

event

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে এই প্রথম বারের মত গ্রীনভ্যালী ট্যুরিজম নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় জেলা সদরের সহিদ কাদের সরকস্থ মনিকা ক্লথ স্টোরের ৪র্থ তলায় সংগঠনের কার্যালয়ের পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক নিগার সুলতানা ফিতা কেটে সংগঠনটির শুভ উদ্বোধন করেন।

খাগড়াছড়ির ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ গ্রীন ভ্যালী ট্যুরিজম এর নির্বাহী পরিচালক (অর্থ ও দপ্তর) সাংবাদিক রিপন সরকারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্নান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও গ্রীন ভ্যালী ট্যুরিজমের নির্বাহী পরিচালক (প্রশাসন) বিউটি রানী ত্রিপুরা, নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, সমাজ সেবিকা মিত্রা চাকমা, বীজয়া চাকমা প্রমূখ।

বক্তারা বলেন গ্রীন ভ্যালী ট্যুরিজম খাগড়াছড়িতে পর্যটনের বিকাশে সহায়ক ভুমিকা রাখবে। গ্রীন ভ্যালী ট্যুরিজমের রয়েছে নিরাপদ রাত্রি যাপন, দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখা। পাহারের বর্ণিল সংস্কৃতি ও সাজেক ভ্যালীর সৌন্দর্য উপভোগ করার নিশ্চয়তা । পর্যটকদের সেবায় যথেষ্ট গাইড রয়েছে সংগঠনটির বলে জানান পরিচালকবৃন্দ।

Exit mobile version