parbattanews

খাগড়াছড়িতে চলছে রেন্ট-এ কার চালক সমিতির পূর্ণ কর্মবিরতি, প্রভাব নেই দুই বাঙালি সংগঠনের ডাকা ৪৮ ঘন্টা হরতালের

সজিব হাওলাদার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতির পূর্ণ কর্মবিরতি চলছে, দুই বাঙালি সংগঠনের আকস্মিক ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রভাব নেই

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

শক্তিমান চাকমার শেষকৃত্যে যাত্রী নিয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রোবাস চালক সজিব হাওলাদারের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে রেন্ট-এ কার চালক সমিতি পূর্ণদিবস  কর্মবিরতি পালন চলছে।

গত ৪ মে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার  শেষকৃত্য অনুষ্ঠানে যাত্রী নিয়ে যাওয়ার পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে অন্য ৪জনের সাথে মাইক্রোবাস চালক সজিব হাওলাদারও নিহত হন।

সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

কর্মবিরতি অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখতে গিয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া।

অপর দিকে একই দাবিতে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহুত ৭২ ঘন্টার হরতাল ১২ ঘন্টা পালনের পর  প্রত্যাহার করলেও নানা নাটকের পর রবিবার সন্ধ্যার দিকে পার্বত্য বাঙালি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সাহাদাৎ ফরাজী সাকিব ও সাংগঠনিক সম্পাদক কাউসার উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার তিন পার্বত্য জেলা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন খাগড়াছড়িতে তেমন কোন প্রভাব পড়েনি।

এমনকি মাঠে দেখা যায়নি প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী নেতৃবৃন্দের পাশাপাশি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আসাদকে।

সোমবার সকাল থেকে খাগড়াছড়ি শহরে হালকা যানবাহনের পাশাপাশি ভাড়ী যানবাহনও চলাচল করতে শুরু করেছে। দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা ছিল। বেলা বাড়ার সাথে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু জানান, খাগড়াছড়িতে হরতালের কোন প্রভাব নেই। তবে ভোর রাতে পিকেটিং-এর নামে গাড়ি ভাংচুরের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া পথে গত ৪ মে নানিয়ারচরের বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয় মাইক্রো চালক মো. সজিব হওলাদার ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি তপন জ্যোতি চাকমা বর্মাসহ ৫জন নিহত ও ৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

Exit mobile version