parbattanews

খাগড়াছড়িতে চলছে হরতাল, মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর সাতটি মোবাইল টিম

untitled-1-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে পালিত  হচ্ছে ৫ বাঙ্গালী সংগঠনের ডাকে বৃহস্পতিবারের ২৪ ঘন্টার হরতাল। সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে শহরের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। তবে হরতাল সমর্থিতদের মাঠে দেখা না গেলেও সক্রিয় দেখা গেছে হরতাল বিরোধীদের। পাশাপাশি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাতটি মোবাইল টিমের মাধ্যমে সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলাবহিনীও।

বৃহস্পতিবার খাগড়াছড়িতে হাট বার থাকা সত্ত্বেও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে স্বত:স্ফূর্ত ভাবে হরতাল পালন করছে  বাজার ব্যবসায়ীরা। সকাল থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন। তবে পৌর এলাকায় হরতাল শীথিল এমন প্রচার করায় সকাল থেকে কিছু টমটম চলতে দেখা গেছে।  এছাড়া  কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই  সত্বঃস্ফুর্ত ও শান্তিপূর্ণ  ভাবেই হরতাল পালিত হচ্ছে।

সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, যে কোন ধরনের নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত সাতটি মোবাইল টিম মোতায়েন আছে।

Exit mobile version