parbattanews

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান

1888480_710892635627226_1033047615791340024_n

পার্বত্যনিউজ রিপোর্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চাকমা সম্প্রদায়ের শতাধিক নেতৃবৃন্দ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলেন। জেলা বিএনপি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

১২ অক্টোবর শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার শতাধিক চাকমা সম্প্রদায়ের নেতাকর্মী সুর মোহন চাকমা, অনিময় চাকমা, রতন চাকমা, কালা চাকমা, রিপন চাকমা, সুমন চাকমা, সুবলেন চাকমা, দেবাশীষ চাকমার নেতৃত্বে আওয়ামীলীগ থেকে বিএনপি’তে যোগ দিয়েছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি সাবেকেএমপি ও পার্বত্য উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী।

এসময় ওয়াদুদ ভূইয়া বলেন, স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একজন সুনাগরিক হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হতেই এত মানুষ বিএনপি’তে যোগ দিয়েছেন। একমাত্র বিএনপি’ই পাহাড়ের সকল জাতিগোষ্ঠির মানুষের উন্নয়নে প্রতিশ্রুতি বদ্ধ ছিল। সেজন্যই শতাধিক চাকমা সম্প্রদায়ের মানুষ বিএনপি’তে যোগ দিয়েছেন।

Exit mobile version