parbattanews

খাগড়াছড়িতে চারা বিতরণ ও কৃষি অভিজ্ঞতা বিনিময়

পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্র্যবান্ধব জলবায়ু সহনশীল নিরাপদ কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষে খাগড়াছড়ির দুর্গম বেতছড়িতে গাছের চারা বিতরণ, চারা রোপণ এবং অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে ‘নিরাপদ কৃষি বলয়’ এবং হিলস এগ্রো গার্ডেনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সভায় পাহাড়ে নিরাপদ খাদ্য বলয় তৈরি করতে প্রান্তিক কৃষক-কৃষাণী নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। সার-কীটনাশকের ব্যবহার কমিয়ে অরগানিক পদ্ধতিতে কৃষি পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরফুদ্দিন ভূইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনসালটেন্ট ড. আব্দুল্লাহ আল ফারুক, নিরাপদ কৃষি বলয়ের সভাপতি কাজী পিয়া শামস, কৃষিবিদ আমিনুল ইসলাম, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক আজিম উল হক, আবু তাহের মুহাম্মদ, আবু দাউদ ও অপু দত্ত প্রমুখ।

পরে গাছের চারা বিতরণ ও চারা রোপণ করা হয়।

Exit mobile version