parbattanews

খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৈসাবি মেলা সম্পন্ন

pic 3
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউট’র উদ্যোগে ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাই-বিজু ( বৈসাবি) উৎসব’র শেষ দিনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন।

রোববার এউপলক্ষে সন্ধায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউট’র প্রঙ্গণে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত সমাপনীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউট’র পরিচলক সুসময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড.সুধীর কুমার চাকমা, এ্যাড.রতন কুমার দে প্রমূখ।

এসময় বৈসাবি মেলায় ঐতিহ্যবাহী (ঘিলা, ড, সুকোই), বেইনবুনন, পাজন রান্না, পানি খেলা ও চিত্রঙ্কন প্রতিযোগিতাদের বিজয়দের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version