parbattanews

খাগড়াছড়িতে চেংগী নদীতে ডুবে ৮ম শ্রেণির ছাত্রের মৃত্যু

4545 copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে চেংগী নদীতে ডুবে সরকারি হাইস্কুলে পড়ুয়া ৮ম শ্রেণি ছাত্র মো. হারুনুর রসিদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে জেলা সদরের শান্তিনগর এলাকার মো. গোলাম মোস্তফা’র ছেলে বলে জান গেছে।শনিবার দুপুরে শান্তিনগর এলাকার চেংগী নদীর ঘাটে মাছ ধরতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জনা গেছে, সকাল ১০টার দিকে হারুনুর রশিদ চেংগী নদীতে মাছ ধরতে পাথরে দাঁড়ানো অবস্থায় জাল মারার সময় পানির স্রোতে ডুবে যায়। এ সময় নদী পারে থাকা লোকেরা তাকে ডুবতে দেখে দ্রুত এগিয়ে যায় আর ততখনে সে তলিয়ে যায়। চতুর দিকে অনেক খোঁজাখুঁজি পর একপর্যায় নদীর গভীর পানিতে হাতে জাল বাধা অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হারুনুর রসিদকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজশ্রী চাকমা জানান হাসপাতালের নিয়ে আনার আগে মো. হারুন কিশোটি মারা যায়। তবে পরিবারে ইচ্ছায় কোন ময়না তদন্ত ছাড়া মৃত লাশটি নিজ বাড়িতে নিযে গেছে আত্মীয় স্বজনরা।

Exit mobile version