খাগড়াছড়িতে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

fec-image

খাগড়াছড়িতে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১২টায় এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুসলিমপাড়া এলাকায় ্র্র্র্র্র্র্র্র আসামীর নিজ বাসভবনে অভিযান চালিয়ে রাজা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, আমরা সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজা মিয়ার বাড়ি ঘিরে ফেলি, এক পর্যায়ে তার বাসার গোসলখানার ভিতর থেকে আসামি রাজা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই।

জানা যায়. ২০১৭ সালে নোটারী পাবলিকের হলফনামার মাধ্যমে খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকার স্থায়ী বাসিন্দা সাজিব পালিত রাজা মিয়া’র ব্রিকফিল্ডে লভ‍্যাংশের ভিত্তিতে বিনিয়োগ ব্যবসায় রাজা মিয়াকে ১৫ লক্ষ টাকা নগদে বিনিয়োগ করেন। পরে রাজা মিয়া মৌখিকভাবে এ ব্রিকফিল্ড ব্যবসার জন্য আরও ১০ লক্ষ টাকা সাজিব পালিতের কাছ থেকে চেয়ে নেন।

এরপর এক বছর পরে অর্থাৎ ২০১৮ সালে রাজা মিয়ার কাছে সাজিব পালিত এ ব্রিকফিল্ডের ব্যবসায় লভ্যাংশ’সহ মূলধন দাবি করলে রাজা মিয়া সাজিব পালিতের নামে ইসলামী ব্যাংকের একটি পঁচিশ লক্ষ টাকার চেক প্রদান করেন। ভুক্তভোগী সাজিব পালিত চেকটি বেশ কয়েকবার ইসলামী ব্যাংকে জমা দিয়ে টাকা না পাওয়ায় ব্যবসায়ী রাজা মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ৬’জুন পচিশ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে।

দীর্ঘ তিন বছর মামলা চলার পরে চলতি বছরের ৩মার্চ রাজা মিয়াকে এক বছর সশ্রম কারাদন্ডসহ ২৫লক্ষ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করে রায় ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের জেলা যুগ্ম জজ মাহমুদুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন