parbattanews

খাগড়াছড়িতে চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রিক্লাবে প্যারামাউন্ট গল্ফ টুর্ণামেন্ট সম্পন্ন

2424

নিজস্ব প্রতিবেদক:

চেঙ্গী চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রিক্লাবে প্যারামাউন্ট গল্ফ টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠান সোমবার দুপুরে  খাগড়াছড়ি সেনা রিজিয়নের অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রিক্লাবের ভাইস চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুব-উল-আলম ও বাংলাদেশ প্রফেশনাল  গল্ফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জিএম কামরুল ইসলাম।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রিক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল জাহাংগীর কবির তালুকদার।

৫৪ হোলের টুর্ণামেন্টে বাংলাদেশ গল্ফ ফেডারেশনের অন্তর্ভূক্ত  বিভিন্ন গল্ফ ক্লাবের ৪০ জন প্রফেশনাল গল্ফার অংশ নেয়। কোয়ালিফাইং রাউন্ড শেষে ফাইনাল রাউন্ডে ২৪ জন গল্ফার প্রতিযোগিতা করে সাভার গল্ফ ক্লাবের গল্ফার মো. ইসমাইল হোসেন চ্যাম্পিয়ান হন।

সমাপনী অনুষ্ঠানে  সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version