parbattanews

খাগড়াছড়িতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময়

Khagrachori20141016173302 (1)

স্টাফ রিপোর্টার:

পার্বত্য জেলা খাগড়াছড়িতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  খাগড়াছড়ির অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো্ মাসুদ করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ করিম বলেন, বর্তমান সরকার শুরু থেকেই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। আরএই কঠোর অবস্থানের ক্ষেত্রে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিচ্ছেন ধর্মীয় নেতারা এবং এসব ক্ষেত্রে সরকার ধর্মীয় নেতাদের ওপর নির্ভরশীল। জেলা প্রশাসক ইমামদেরকে জুমার নামাজের খুতবার সময় মুসল্লিদের উদ্দেশে জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা করে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।

এ সময় স্থানীয় ডিজিএফআই-এর অধিনায়ক লে্ কর্নেল আসাদুজ্জান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান, ইসলামিক ফাউন্ডেশানের উপপরিচালক একেএম জিয়াউল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version