parbattanews

খাগড়াছড়িতে জনসংহতি সমিতির লারমা গ্রুপের র‌্যালি : চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নের দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে ব্যাপক শো-ডাউনসহ শোভাযাত্রা বের করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপ। স্মরণকালের বৃহত্তম শোভাযাত্রাটি লারমা স্কোয়ার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদের অডিটরিয়ামে সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে জনসংহতি সমিতির নেতারা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনকে দ্রুত কার্যকর ও চুক্তির সকল ধারা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আলোচনায় বক্তারা চুক্তির অগ্রগতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সরকারের সমালোচনা করেন।

জনসংহতি সমিতি নেতা সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, গণসংহতি সমিতির রাজনৈতিক পরিচালক হাসান মারুফ রুমি, অধ্যাপক শাহেদ ফেরদৌস, আমির উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা, জেলা কমিটির সম্পাদক সিন্ধু কুমার চাকমা, পিসিপি‘র সভাপতি সুমেধ চাকমা প্রমূখ।

Exit mobile version