parbattanews

খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে‘জাতীয় আইনগত সহায়তা দিবস।

শনিবার(২৮এপ্রিল) সকালে আদালত ভবনের সামনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার ক্লাব অডিটরিয়ামে খাগড়াছড়ি জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান রত্নেশ্বর ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন, জেলা যুগ্ম জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, মোরশেদুল আলম, পিপি এডভোকেট বিধান কানুনগো ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আশ্রতোষ চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version