parbattanews

খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার স্বনির্ভর বাজার প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খিসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সফর আলী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া।

সভায় পাট বাংলার সোনালী আঁশ এবং পাট পরিবেশ বান্ধব উল্লেখ করে বক্তারা পাট শিল্পকে টিকিয়ে রাখতে পাটজাত পণ্য ব্যবহার করতে সকলের প্রতি অনুরোধ জানান।

Exit mobile version