খাগড়াছড়িতে জামায়াতের ডাকা হরতালে প্রভাব পড়েনি  

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে দলটির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খাগড়াছড়ির জনজীবন স্বাভাবিক।  ব্যবসা প্রতিষ্ঠান ও হাটবাজারে লোকসমাগম সবই স্বাভাবিক। জেলা শহরের সাথে উপজেলাগুলোর সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শহরে ব্যাটারি চালিত অটোরিক্সাসহ অন্যান্য পরিবহন চলাচল করছে। খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, ফেণীসহ দূরপাল্লার যানবাহনগুলো ছেড়ে যাচ্ছে।

খাগড়াছড়ির কোন উপজেলায় জামায়াত শিবিরের ডাকা হরতাল কোন প্রভাব ফেলতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দীন জানান, জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে মিছিল, পিকেটিংসহ নাশকতা করার সম্ভাবনা থাকায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি জানান, হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও ফেণী রুটে বাস, ট্রাক সহ অন্যান্য পরিবহন চলাচল করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন