parbattanews

খাগড়াছড়িতে জেএসএস’র সভায় সরকার এর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে নানা অজুহাত দেখানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পাদনের কারণেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনস্কো শান্তি পুরস্কার লাভ করলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে নানা অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম,এন,লারমা)  গ্রুপের নেতৃবৃন্দ।

শনিবার(২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত আলোচনা সভায় তারা এ অভিযোগ করে দ্রুত পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাস্তবায়নে দাবি জানান। সভায় তিন পার্বত্য জেলার জেএসএস(এমএন) গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দুই দশক পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব বিভূ রঞ্জন চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেএসএস(এমএন) গ্রুপের কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্দু খীসা।

সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা, শতরূপা চাকমা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গ্যা, দীঘিনালা উপজেলা ভাইস চেয়ারম্যান সুখময় চাকমা, পার্বত্য জোত মালিক সমিতির সভাপতি তৃপ্তিময় চাকমা, জেএসএস রাঙামাটি জেলা শাখার সভাপতি চিত্র বিকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুবোধ চাকমা, জেএসএস দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা, সাবেক মহালছড়ির মুবাছড়ি ইউপি চেয়ারম্যান কংজরী মারমা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম,এন,লারমা)  গ্রুপের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফুল্ল কুমার চাকমা।

Exit mobile version