parbattanews

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে জেলা পর্যায়ে শুরু হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯। জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার(২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উসানু চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের সামনের দিকে এগিয়ে নিতে হবে মন্তব্য করে বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। অভিবাবকদের বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার আহ্বান জানান তারা।

প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে ২৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সন্ধ্যায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

Exit mobile version