parbattanews

খাগড়াছড়িতে ট্রাকে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে দ্বিতীয় দফায় আহুত ৪৮ ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে ট্রাকে আগুন, পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে খাগড়াছড়ির জিরো মাইল সংলগ্ন আলুটিলায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অপরদিকে সকাল সোয়া ১০টায় পানছড়ি সড়কের সিঙ্গিনালা এলাকায় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে অবরোধের সমর্থনের মিছিল করে।

এছাড়া বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে অবরোধ করছে বলে খবর পাওয়া গেছে। অবরোধের কারণে আভ্যন্তরীণ ও দূর-পাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও বিজিবি রাস্তায় টহল দিচ্ছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির গণমাধ্যম বিভাগ থেকে প্রেরিত তথ্যে জানা গেছে, হরতাল ও চলমান অবরোধে খাগড়াছড়ির ৮টি উপজেলায় প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক ৮টি মামলা হয়েছে। মামলায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারকে আসামি করা হয়েছে। এছাড়া বহু সংখ্যক অজ্ঞাতনামা আসামিও রয়েছে।

Exit mobile version